You have reached your daily news limit

Please log in to continue


চিকিৎসকরা কেন স্বাস্থ্য সচিব হবেন না?

আশ্চর্য শিরোনামটি এসেছে একটি দৈনিকে, ‘মাস্ক-ল্যাব চাইলেন চিকিৎসক, অবাক হলেন প্রধানমন্ত্রী’।যদিও প্রধানমন্ত্রীর আশ্চর্য হওয়ার বিষয়টিও যথেষ্টই আশ্চর্যের; কেননা শুরুতে মাত্র একটি, তারপর দুই ধাপে সব মিলিয়ে যে ১৭টি প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার দায়িত্ব দেয়া হয়, তার মাঝে নারায়ণগঞ্জ নেই। অধিকাংশ উপদ্রুত অঞ্চলেই যে নেই, তাও উদ্বিগ্ন দেশবাসী ভালোমতোই জানেন। দেশবাসী ভয়াবহ আতঙ্ক নিয়ে বরং খেয়াল করেছেন সিলেটের মতো বিভাগীয় শহরের ডা. মঈন উদ্দীনের মৃত্যু হয়েছে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে। তবে অভাবের খতিয়ান আজকের লেখার বিষয় না, বিষয় এই না থাকা এবং বহুক্ষেত্রে থাকা সম্পদের অপচয়ে, সমন্বয়হীনতায়, পরিকল্পনাহীনতায় আমলাতন্ত্রের দায় কতখানি, সেটা।২. নারায়ণগঞ্জের মেয়র আইভী বহু আগে থেকে লকডাউন করার দাবি করেছেন। কলকারখানা মালিকদের স্বার্থরক্ষা করতে গিয়ে বহু দেরিতে তা করা হলো, নারায়ণগঞ্জ ততক্ষণে দেশজুড়ে করোনার উৎসভূমি হিসেবে নাম কুড়িয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন