
‘মানবতার বাজার’ ছড়িয়ে পড়ুক সবখানে
করোনায় আক্রান্তের সর্বশেষ আপডেট, মৃত্যুর সংবাদ, ত্রাণ, ত্রাণের চাল - তেল চুরি, করোনাক্রান্তদের সেবা করতে গিয়ে সম্মুখসারির যোদ্ধা চিকিৎসকদের মৃত্যু, খুব সাভাবিক কারণে এগুলোই এসময়ের প্রধান খবর। এর মাঝে বরিশাল জেলা বাসদের (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল) উদ্যোগে ‘মানবতার বাজার’ সংবাদটা গত কয়েকদিন ধরে ছোট করে হলেও জায়গা পেয়েছে মিডিয়াতে। প্রতিদিন কমপক্ষে দুশ অসহায় পরিবারকে বিনামূল্যে নিত্য প্রযোজনীয় দ্রব্য সাহায্য করছে বরিশাল বাসদ। এর আগে এই একই সংগঠনের উদ্যোগে দশটি ইজিবাইককে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে চালু করা হয় গরীব মানুষদের চিকিৎসা সেবা কার্যক্রম।