করোনাভাইরাস: কেমন আছে চীন ফেরত বাংলাদেশিরা?
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০, ০৮:২১
চীনে যখন করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়, তখন দেশটি থেকে বিদায় নিয়েছিলেন বিভিন্ন দেশের বাসিন্দারা।
এর মধ্যে চীনে উচ্চতর ডিগ্রি নিতে যাওয়া অনেক বাংলাদেশিও ফিরে এসেছিলেন দেশে।
গত পহেলা ফেব্রুয়ারি চীনের উহান থেকে ফিরেছিলেন তিনশোর বেশি বাংলাদেশি যাদেরকে পরের দুই সপ্তাহ আশকোনার হজ্ব ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।
এছাড়া ব্যক্তিগত উদ্যোগেও ফিরেছিলেন চীনের অন্যান্য শহরে থাকা বেশ কয়েকজন বাংলাদেশি।
কিন্তু এখন যখন বাংলাদেশেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, তখন কেমন আছেন চীন থেকে দেশে ফেরা সেই সব বাংলাদেশিরা।
গত ২৮শে জানুয়ারি স্বামী আর সন্তানের সাথে চীনের সাংহাই থেকে দেশে ফেরেন তাহেরা তমা।