উত্তর জনপদে ‘মঙ্গা’র আশংকা!
বার্তা২৪
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০, ১৮:৩৯
উত্তরের বিস্তীর্ণ জনপদে মঙ্গা একটি পরিচিত শব্দ, যা অতীতের বিষয়ে পরিণত হয়েছিল। কিন্তু করোনার থাবায় আবার যেন ফিরে আসছে সেই ভয়াবহ পরিস্থিতি!
করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশ ও পৃথিবীর মতো রংপুর অঞ্চলেও চলছে লকডাউন আর সঙ্গরোধ। ফলে ঘরে থাকাতে বাধ্য নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের জীবন ও জীবিকায় নেমে এসেছে দুর্বিষহ চাপ। কামাই রোজগার কমে যাওয়ায় তাদের প্রাত্যহিক খাবারের সংস্থান করতে হিমসিম খেতে হচ্ছে।
চলমান করোনা পরিস্থিতিতে উৎপাদন হ্রাস পাওয়ায় ও মূল্যবৃদ্ধিতে খাদ্যের বাজার তেজি। ফলে সংকটে থাকা কর্মহীন মানুষগুলো চরম বিপাকে পড়েছে। অনেকে অর্ধাহারে-অনাহারে থেকে দিনাতিপাত করছে।