জিরো টলারেন্সের প্রধানমন্ত্রীর দেশে ত্রাণ চুরি হয় কেন?
এই দেশে বালিশ কিনলে টাকা, বালিশ তুললে টাকা, বন্যা হলে বা বাঁধ নির্মাণে টাকা, টাকা কোথায় নাই বলুন? পরে বুঝলাম চুরি একটা বিদ্যা এবং গুরুজনেরা যথার্থই বলেছেন অনভ্যাসে বিদ্যানাশ৷ করোনার আক্রমণে এখন না হয় উন্নয়ন বন্ধ আছে, করোনা থামলে, এমনকি কমলে আবারও উন্নয়ন শুরু হবে৷ বিদ্যাটা ভুল গেলে চলবে? তাই চুরি চলছে, চলছে জোচ্চুরি৷ সরকারের নীতিনির্ধারক বা পরামর্শক বলে দাবি করেন এরকম ব্যক্তিদের সঙ্গে মাঝে মধ্যে আমার দেখা-সাক্ষাৎ বা আলাপ-সালাপ হয়৷ নিজেদের পরামর্শক বা নীতিনির্ধারক দাবি করেন বলছি এই কারণে, কাগুজে বিজনেস কার্ড বা তামারঙের ফলকে লেখা ওইসব কথায় আমার খুব প্রতীতি জন্মায় না৷ এইদেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অমুক খুনি বা অপরাধী ধরার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন৷ বিসিবি প্রধান বলেন, কে খেলছেন কে খেলবেন না তার খবর সবসময় মাননীয় প্রধানমন্ত্রী রাখেন৷ এমনকি জাতি কীভাবে হাঁচি দেবে সেটাও প্রধানমন্ত্রীকে নাকে-কনুইয়ে শেখাতে হয়৷