করোনা যুদ্ধের ‘চিঠি’তে টনি ডায়েস ও তার মা
                        
                            বাংলা ট্রিবিউন
                        
                        
                        
                         প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০, ১৩:২০
                        
                    
                কানাডার ভেনকুভারে ছেলে পড়াশোনা করছেন। আর বাবা-মা আছেন বাংলাদেশে। নাড়ির টান যেন মানে না। মা আকুল হয়ে আছেন ছেলের জন্য। আর ছেলে তাদের জন্য। অন্য সবার মতোই মৃত্যু ছেলেকে আতঙ্কিত করছে। একা একা প্রবাসে লড়ে যাচ্ছেন। আর মা চোখের জল লুকিয়ে ছেলের সাথে ফোনে কথা বলছেন। মেসেজ আদান প্রদান...