
আমরা অসহায়
আজ আমার পরিচয়ে আমি বলতে চাই – আমি একজন অসহায় মানুষ। আমি যেমন অসহায়, আপনিও তেমন অসহায়, এবং আজ আমরা সবাই অসহায়। তবে দুদিন আগেও আমরা হয়ত অসহায়ই ছিলাম। কিন্তু ওভাবে বুঝে উঠতে পারিনি। গাড়ি এক্সিডেন্টে পড়তে পারতাম, বাড়িতে আগুন লাগতে পারত, শরীরে বড় কোন রোগ বাসা বাঁধতে পারত ... তখনও আমরা অসহায়ই ছিলাম। অসহায় বলতে এটাই – যখন হাতের কোন কিছুই যুক্তিগ্রাহ্য ভাবে কাজে লাগিয়ে মানসিক স্বস্তি পাওয়া যায় না। তবে আজকের অসহায় অবস্থা যেন অন্যরকম।