বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষকে ঘরে রাখার জন্য লকডাউনের দ্বিতীয় সপ্তাহে এসে বৃহস্পতিবার থেকে সেনাবাহিনীসহ নিরাপত্তাবাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
অন্যদিকে করোনার পরীক্ষা কার্যক্রমও সম্প্রসারণের কথা ঘোষণা করা হয়েছে।
কর্মকর্তারা বলেছেন, কমিউনিটি সংক্রমণের বিস্তার যেনো না হয়, সেজন্য সরকারের নীতির বা দু'টি সিদ্ধান্তে বড় ধরণের এই পরিবর্তন আনা হয়েছে।
তবে বিশ্লেষক বলেছেন, করোনার পরীক্ষা এতদিন সীমিত পর্যায়ে হওয়ায় সমাজের আসল চিত্র পাওয়া যায়নি, সেজন্য সরকার অনেকটা বিলম্বে এই পদক্ষেপ নিয়েছে।
সারাদেশেই অনেক জায়গা থেকে ঘরে না থেকে লোকজনে রাস্তায় বেরুনো বা সরকারি নির্দেশ না মানার অভিযোগ আসছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.