কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পচা মাংস বিক্রি করায় কসাইকে গণধোলাই, জরিমানা

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১৭:২০

তালতলীতে গরুর পচা মাংস বিক্রি করায় কসাই জালালকে গণধোলাই দিয়ে ভ্রাম্যমাণ আদালত সোপর্দ করেছে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার সকালে পচা মাংস বিক্রি করার সময় স্থানীয় জনগণ হাতে-নাতে ধরে গনধোলাই দেয়। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। তালতলী এলাকার মৃত্যু ওহাব আলী ছেলে কসাই জালাল। বাজারের মাংস ক্রেতা আবু সালেহ জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনিসহ কয়েকজন ক্রেতা মাংস কিনতে এসে দেখতে পান এক পাশ থেকে মাংস এনে অন্যপাশে মাংসের সঙ্গে মেশানো হচ্ছে। কাছে গেলে পচা গন্ধ পেয়ে কসাই জালালের নিকট জানতে চাইলে প্রথমে অস্বীকার করে। পরে লোকজন জড়ো হয়ে গণধোলাই শুরু করলে পচা মাংস মিশিয়ে বিক্রির কথা স্বীকার করে। পুলিশ তাকে উদ্বার করে তালতলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তাকে জানায়।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিয়া ভ্রাম্যমাণ আদালতে পচা মাংস বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে জালাল কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও