করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলেও সরকার সব দিকে প্রস্তুত আছে বলে দাবি করেছেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য শাজাহান খান। তিনি বুধবার দুপুরে মাদারীপুরে দুর্যোগ মোকাবিলায় করণীয় এক সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। শাজাহান খান বলেন, ‘যারা করোনার কারণে ক্ষতিগ্রস্ত হবে তাদের প্রতিটি ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে। বিশেষ করে যারা অসহায় দারিদ্র তাদের বেশি অগ্রাধিকার দেয়া হবে। আর যারা ত্রাণ নিয়ে অনিয়ম করে আত্মসাৎ করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। এক্ষেত্রে কাউকেই ছাড়া দেয়া হবে না। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে আমাদের কঠিন নির্দেশনা দিয়েছেন।’ শাজাহান খান আরো বলেন, ‘করোনার প্রভাব বর্তমানে স্থিতিশীল রয়েছে, এর মানে এই নয় যে, আমরা শঙ্কামুক্ত। আমাদের প্রতিটি মানুষকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যদি কেউ আইন অমান্য করে তাদেরও ব্যাপারেও আমরা কঠোর হব।’ জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের করণীয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, রাজৈর উপজেলা চেয়ারম্যান মোতালেব মিয়া প্রমুখ। সভায় সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.