কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোবাইল অ্যাপেই মিলবে করোনাভাইরাসের সকল তথ্য

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১৫:৪৭

সারাবিশ্বে করোনাভাইরাস নিয়ে বিভিন্ন তথ্যের সমাহার আর ছড়াছড়ি। সেসব তথ্যের মধ্যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আর কোনটা গুজব তা নির্ণয় করা কঠিন। আর করোনা বিষয়ে সকল তথ্য একসাথে প্রদান, করোনার মহামারী চলাকালীন সময়ে কেমন থাকা উচিত আর আক্রাস্ত হলে কি করণীয় সেসব তথ্য নিয়ে গ্রহণযোগ্য তথ্যের ভাণ্ডার বানানোর কথা ভেবেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করা প্রকৌশলী কাজী আল মাসুম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রকৌশলী মাহমুদুল হক মিলু, প্রকৌশলী আনিকা আঞ্জুম, খুলনা মেডিক্যাল কলেজের ছাত্র তাসনিম শাহরিয়ার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সজল বিশ্বাস। গবেষক দলের সদস্যরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ’(WHO), Worldometer and Johns Hopkins University ওয়েবসাইটের তথ্যের সহযোগিতা নিয়ে কাভিড-১৯ মোবাইল অ্যাপ তৈরি নামে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। আর এই মোবাইল অ্যাপ তৈরিতে মেইন ডেভেলপার হিসেবে ছিলেন যবিপ্রবির শিক্ষার্থী সজল বিশ্বাস। পাশাপাশি বিভিন্ন পরিসংখ্যানমূলক তথ্য তৈরি, বিশ্লেষণ, প্রস্তাবনা করা ইত্যাদি কাজে অংশ নিয়েছেন দলের বাকি সদস্যরা। করোনাভাইরাস সম্পর্কিত বিভিন্ন তথ্য অ্যাপে সংযোজন কার হয়েছে : করোনা ভাইরাস কি? এটা আমাদের কিভাবে ক্ষতি করে? ভাইরাসে আক্রান্ত হলে কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না। সবসময় তথ্য স্বয়ংক্রিয় আপডেট হওয়া, গ্রাফ যার মাধ্যমে বর্তমানে সারা পৃথিবীসহ বাংলাদেশে কতজন করোনা আক্রান্ত হয়েছেন, কতজন সুস্থ হয়েছেন এমনকি কতজন মারা গিয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও