পাইকারি দামে চীন থেকে পণ্য কেনা যায় এই ওয়েবসাইটে
চীন থেকে পণ্য আমদানি করে বাংলাদেশে বিক্রি করেন অনেকেই। কেউ আবার নিজের পছন্দের পণ্য কেনেন। আর তাই বাংলাদেশে বসে অনলাইনে পাইকারি দামে চীনে তৈরি বিভিন্ন পণ্য কেনার সুযোগ দিচ্ছে হোলসেল প্লাস। পণ্য কেনার সময় অনলাইনে পণ্যের মূল্য পরিশোধের পাশাপাশি প্রয়োজনীয় ভ্যাট ও ট্যাক্স দেওয়ার সুযোগ থাকায় ওয়েবসাইটটির মাধ্যমে ক্রেতা ও ব্যবসায়ীরা সহজেই দেশে বসে চীনের বিভিন্ন পণ্য কিনতে পারেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হোলসেল প্লাস কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোলসেল প্লাসের ওয়েবসাইটের মাধ্যমে সর্বনিম্ন এক হাজার টাকার পণ্য চীন থেকে কেনা যাবে। এর ফলে সাধারণ ক্রেতাদের পাশাপাশি পাইকারি ও খুচরা ব্যবসায়ী, নতুন উদ্যোক্তাসহ ই-কমার্স বা এফ-কমার্স ব্যবসায়ীরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য আমদানি করতে পারবেন। শুধু তা–ই নয়, দেশে বসেই চীনে তৈরি নতুন নতুন পণ্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ফলে চীন ভ্রমণ করে পণ্য কিনতে হবে না। এতে ব্যবসার পরিচালন ব্যয় কম হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চীন
- পাইকারি বাজার
- পাইকারি