কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দূরের বাদামী বামন ‘তারায়’ অরোরা খুঁজে পেল জেমস ওয়েব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ১৪:৩৭

দূরের বাদামী বামন ‘নক্ষত্রে’ সম্ভাব্য অরোরাকে চিহ্নিত করেছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।


জ্যোতির্বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) ব্যবহার করে একটি বাদামী বামন আবিষ্কার করেছেন। এটি এমন এক ধরনের মহাকাশীয় বস্তু, যা গ্রহের চেয়ে বড়, তবে নক্ষত্র নয়।


এ বাদামী বামন ‘সিডব্লিউআইএসইপি জে১৯৩৫১৮.৫৯-১৫৪৬২০.৩’ অথবা সংক্ষেপে ‘ডব্লিউ১৯৩৫’ নামে পরিচিত। এটি পৃথিবী থেকে প্রায় ৪৭ আলোকবর্ষ দূরে অবস্থিত ও এর প্রায় ৪০০° ফারেনহাইট তাপমাত্রার পৃষ্ঠও অস্বাভাবিকরকম শীতল।


পৃথিবীর ছায়াপথে বিভিন্ন ধরনের বাদামী বামন বেশ স্বাভাবিক বিষয় হলেও বিশেষ এই বামনটির খোঁজ বিলেছে ‘আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী জ্যাকি ফাহার্টির নেতৃত্বাধীন এক গবেষণা প্রকল্পের অংশ হিসাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও