You have reached your daily news limit

Please log in to continue


করোনা যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিলো যে কারণে

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের দেশ এখন যুক্তরাষ্ট্র। শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যেখানে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ২৫৬ জন। মৃত্যুর সংখ্যাও বাড়ছে হু হু করে। মারা গেছে ১ হাজার ৭০৪ জন। অথচ কয়েক সপ্তাহ আগেও দেশটিতে করেনার প্রাদুর্ভাব খুবই কম লক্ষ করা যাচ্ছিলো। মার্কিন প্রকাশন, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করোনা ভাইরাসকে একেবারেই খাটো করে দেখছিলেন। থোড়াই কেয়ার করায় ভাইরাসটির থাবায় এখন জেরবার যুক্তরাষ্ট্র। শুরুতে যুক্তরাষ্ট্রে দ্যা সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশ (সিডিসি)ও করোনা ভাইরাসকে যথযথো গুরুত্ব দেয়নি। এই ভাইরাস রুখতে কী ধরণের পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে স্থানীয় এজেন্সিগুলোকে দিক নির্দেশনা দেয়ার ক্ষেত্রে লেজেগোবরে করে ফেলেছে তারা। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনভেস্টিগেটিভ সাংবাদিকদের সংগঠন প্রপাপলিকা কয়েকশ পৃষ্ঠার ডকুমেন্ট প্রকাশ করেছে। যেখানে উঠে এসেছে করোনা ভাইরাস নিয়ে দেশটির শীর্ষ পাবলিক হেল্থ এজেন্সি সিডিসির তাচ্ছিল্যের চিত্র; যা কিনা দেশটিতে মরণঘাতি ভাইরাসটি মোকাবেলায় প্রস্তুতির গতি একেবারেই কমিয়ে দেয়। জানুয়ারি থেকে মার্চের শুরুর দিকে চীনে যখন করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে তখন যুক্তরাষ্ট্রে এটি নিয়ে কি ধরণের পদক্ষেপ নিয়েছে সেটি যাচাই করার চেষ্টা করে প্রপাপলিকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন