You have reached your daily news limit

Please log in to continue


প্রশ্ন উত্তরে করোনাভাইরাস অনুষ্ঠানে আজকের অতিথি অধ্যাপক এবিএম আব্দুল্লাহ

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে কভিড-১৯ করোনাভাইরাস। আতঙ্ক নয়, করোনা প্রতিরোধে প্রয়োজন সতর্কতা। তাই জানা উচিত করোনাভাইরাসের লক্ষণ বা উপসর্গ এবং কীভাবে তা প্রতিরোধ করা সম্ভব। এসব নিয়ে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে নিয়মিত আয়োজন 'প্রশ্ন উত্তরে করোনাভাইরাস'।মূলত করোনাভাইরাস নিয়ে নানা জিজ্ঞাসার উত্তর দেয়া হয় এ অনুষ্ঠানে। ঘণ্টাব্যাপী সরাসরি প্রচারিত প্রোগ্রামটির সমন্বয়কারীর দায়িত্বে আছেন শামছুল হক রাসেল। আজ বৃহস্পতিবার রাত ১১টার সম্প্রচারিত হতে যাওয়া পর্বটিতে অতিথি হিসেবে থাকছেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৮০২ জন এবং মৃত্যু হয়েছে ২১ হাজার ২৯৭ জনের। মোট ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে কভিড-১৯ নামের এ করোনাভাইরাস। তবে নিয়মিত চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ১৪ হাজার ৭০৩ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন