
দেশে করোনা রোগীদের জন্য আইসিইউ মাত্র ২৯টি
দেশের বিপুল জনগোষ্ঠীর বিপরীতে, করোনা আক্রান্ত রোগীর জন্য রয়েছে মাত্র ২৯টি আইসিইউ শয্যা। যার মধ্যে অর্ধেকই এখনো সেবা দেয়ার জন্য প্রস্তুত হয়নি। কবে নাগাদ প্রস্তুত হবে সে বিষয়েও নিশ্চিত করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। তীব্র লোকবল সঙ্কট, প্রশিক্ষণের অভাব এবং সংক্রামক রোগী ব্যবস্থাপনার অনভিজ্ঞতা নির্দিষ্ট হাসপাতালগুলোকে ফেলেছে চরম বিড়ম্বনায়। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি, পরিস্থিতি মোকাবিলায় জেলায় জেলায় আইসিইউ শয্যা প্রস্তুত তাগিদ বিশেষজ্ঞদের। আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, যারা মারা গেছেন তারা বয়স্ক ছিলেন। তাদের অনেকেই অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। করোনায় শনাক্ত হওয়া ষাটোর্ধ আটজনের পাঁচজনই মৃত্যুর শিকার হয়েছেন ইতিমধ্যেই। বর্তমানে সারাদেশে করোনার মৃত্যুঝুঁকিতে রয়েছেন এমন অন্তত ৮০লাখ বয়স্ক মানুষ। অথচ এর বিপরীতে ৫টি হাসপাতালে ২৯টি আইসিইউ বেড প্রস্তুতের কথা জানিয়েছে সরকার।