বড় সাজ্জাদ, নওফেলসহ ‘৩৩০ তালিকাভুক্ত অপরাধীর’ চট্টগ্রামে প্রবেশ নিষিদ্ধ করল সিএমপি
www.tbsnews.net
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫
জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) '৩৩০ জন তালিকাভুক্ত অপরাধী'র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের মহানগর এলাকায় প্রবেশ বা অবস্থান করতে নিষেধ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করা হয়।
তালিকায় বিদেশে পলাতক বলে কথিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ, কারাগারে থাকা ছোট সাজ্জাদ ও বার্মা সাইফুল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, সাবেক কাউন্সিলর এসরারুল হক এবং সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজম রনিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতার নাম রয়েছে। এছাড়া আরও অনেকের নাম এই তালিকায় স্থান পেয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শীর্ষ সন্ত্রাসী