পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম

দেশ রূপান্তর প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:০৮

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (চঈঙঝ) অনেক নারীর কাছে পরিচিত রোগ। অনিয়মিত মাসিক এবং বন্ধ্যত্বের অন্যতম কারণ এটা। এই রোগে ওভারিতে চারপাশে মালার মতো অনেক ছোট ছোট সিস্ট হয়। সাধারণত ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে মেয়েদের এমন হয়। অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) এর মাত্রা বেড়ে যাওয়ার জন্য এমন হর্য়। ডিম্বাশয় ঘিরে থাকা সিস্টের কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।


কেন হয়


পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নারীদের ওভারি বা ডিম্বাশয় এবং হরমোন উৎপাদন মাত্রার ওপর প্রভাব ফেলে। যখন মেয়েলি হরমোন থেকে পুরুষালী হরমোনের উৎপাদন বেশি হয়ে যায়, তখন ডিম্বগুলো সম্পূর্ণরূপে পরিপক্ব হয় না এবং সঠিক সময়ে পিরিয়ডের মাধ্যমে বের না হয়ে সিস্ট আকারে ওভারিতে জমা হয়। এমনভাবে অনেক সিস্ট জমা হয়ে ওভারির আকার বড় করে ফেলে এবং পলিসিস্টিক ওভারির সৃষ্টি করে। এরপর পিরিয়ড অনিয়মিত হয়ে যায়। এতে করে জরায়ুর ভেতরের পর্দাও মোটা হয়ে জমে পড়ে। কখনো কখনো ওভারির ভেতরে অস্বাভাবিক কোষ বৃদ্ধি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও