করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দাফন নিয়ে জটিলতা

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ২৫ মার্চ ২০২০, ১৯:৩৪

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার মৃতদেহ ঢাকার খিলগাঁও তালতলার একটি কবরস্থানে দাফন করা হবে বলে রাজধানীর দুটো সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে।

কিন্তু খিলগাঁও এলাকার বাসিন্দাদের প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত থমকে গেছে। ফলে করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের দাফন নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

তাদের প্রতিবাদের মুখে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃতদেহ ওই কবরস্থানের নিয়ে গিয়েও দাফন করা যায়নি। পরে পুলিশের মধ্যস্থতায় তাকে অন্য আরেকটি কবরস্থানে দাফন করা হয়।

খিলগাঁওয়ের একজন বাসিন্দা ইশতিয়াক বাবলা বিবিসিকে বলছেন, "গত সোমবার রাতে দেখি এলাকার অনেক মানুষ মিছিল করে কবরস্থানে যাচ্ছে। জানতে পারলাম, করোনাভাইরাসে মারা যাওয়া কাউকে এই কবরস্থানে কবর দেয়ার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও