বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ নিষিদ্ধ করেছে।’ দ্বীপের প্রবেশমুখেও ছেঁড়াদিয়া দ্বীপ কেন ভ্রমণ করা যাবে না—এসবের নির্দেশনাসংবলিত সাইনবোর্ড নজরে পড়ে।
কিন্তু এত প্রচার-প্রচারণার পরও দেশের সর্বদক্ষিণের শেষ ভূখণ্ড জীববৈচিত্র্যে ভরপুর প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ নিয়ন্ত্রণ করা যায়নি। দিনের বেলায় যেতে না পারলেও ভোররাতেই প্রশাসনের নজর এড়িয়ে পর্যটকেরা ছেঁড়াদিয়া ভ্রমণে হুমড়ি খেয়ে পড়ছেন।
গত সোমবার সকাল ৬টায় সেন্ট মার্টিনের দক্ষিণ সৈকতে গিয়ে এই দৃশ্য দেখা যায়। পর্যটক আনা-নেওয়ায় সেখানে সৈকতের বালিয়াড়িতে রীতিমতো ইজিবাইক ও মোটরসাইকেলের স্ট্যান্ড গড়ে উঠেছে। রয়েছে কয়েকটি দোকানপাটও। শ-দেড়েক ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম), ভ্যান ও শতাধিক মোটরসাইকেল সেখানে পার্ক করে রাখা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পর্যটকদের ভ্রমণ