এআই-অটোমেশন: ঝুঁকি এড়াতে চাই নতুন দক্ষতা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৯
একটি পোশাক কারখানার উৎপাদন বিভাগে কাজ করেন মো. আলাউদ্দিন আলাল। আগে তিনি হাতে চালানো মেশিনে কাজ করতেন। তখন কাজের চাপ ছিল অনেক বেশি। দীর্ঘ সময় কাজ করতে গিয়ে শরীরে নানা সমস্যা দেখা দিয়েছিল।
পরে কারখানায় স্বয়ংক্রিয় বা অটো মেশিন চালু হলে পরিস্থিতি বদলায়। কাজের চাপ কমে আসে। আগের মত শারীরিক পরিশ্রমও আর করতে হয় না।
আলাল বলেন, এখন তার স্বাস্থ্য ভালো থাকে। সাপ্তাহিক ছুটি ছাড়া বাড়তি বিশ্রামের দরকার পড়ে না।
তিনি জানান, আগে ২০০টি ম্যানুয়াল মেশিন চালাতে ২০০ জন শ্রমিক লাগত। এখন একই কারখানায় ৫০০টি অটোমেটেড মেশিন বসানো হয়েছে। কিন্তু একজন শ্রমিক একসঙ্গে একাধিক মেশিন চালাতে পারায় শ্রমিকের সংখ্যা কমেনি। বরং কিছু ক্ষেত্রে আরও লোকবল লাগছে।
তার ভাষায়, অটোমেশন চাকরি কেড়ে নেয়নি। বরং কাজের পরিবেশ ভালো করেছে, উৎপাদন বাড়িয়েছে এবং শ্রমিকদের স্বাস্থ্যের জন্যও ভালো হয়েছে।