কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমিসহ বাড়ির সবাই কোয়ারেন্টিন নিয়ম মেনে চলছি

প্রথম আলো প্রকাশিত: ২৪ মার্চ ২০২০, ০৮:০০

নিজ তাগিদে ঢাকার আসাদ অ্যাভিনিউর বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে আছেন দেশবরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। দেড় মাস যুক্তরাজ্যে থাকা এই শিল্পীর শরীরে কোনো উপসর্গ না দেখা গেলেও শুধু সচেতনতা তৈরির জন্য এমনটাই করেছেন তিনি। কথা হয় তাঁর সঙ্গে। হোম কোয়ারেন্টিনে কীভাবে সময় কাটছে আপনার?বাসায়ই আছি। কোথাও যাচ্ছি না। গান শুনছি, বই পড়ছি—এসব করেই কেটে যাচ্ছে সময়। আমিসহ বাড়ির সবাই কোয়ারেন্টিনে আছি, কোয়ারেন্টিনে থাকার সব নিয়ম মেনে চলছি আমরা। আপনার শরীরে তো কোনো উপসর্গ ছিল না। এরপরও হোম কোয়ারেন্টিন বেছে নিলেন?মেয়ে ও নাতিদের সঙ্গে সময় কাটাতে আমি দেড় মাস লন্ডন ছিলাম। এর মধ্যে করোনাভাইরাসের ভয়াবহতার কথা শুনি। এরই মধ্যে এই ভাইরাস পৃথিবীর বেশির ভাগ দেশে সংক্রমিত হয়েছে। আমি যেহেতু অনেক দিন পর দেশে এসেছি, তাই দেশ ও পৃথিবীর একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে এ ধরনের ভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, সুরক্ষার ব্যবস্থা নেওয়া। তাই তো শরীরে কোনো ধরনের উপসর্গ না থাকা সত্ত্বেও আমি স্বেচ্ছায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের নির্দেশ মেনে চলছি। আমি মনে করি, সচেতনতাই পারে করোনা প্রতিরোধে ভূমিকা রাখতে। দেশ ও বিদেশের সবাইকে একটা বার্তা দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। আপনি কি মনে করেন করোনাভাইরাসের ভয়াবহতা আমাদের দেশের মানুষ উপলব্ধি করতে পারছে? আমাদের দেশের অনেকে এখনো করোনাভাইরাসের ভয়াবহতার বিষয়টি বুঝতে পারছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও