তার হাত থেকেই ছড়ায় টাইফয়েডের জীবাণু অতঃপর মহামারি!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২০ মার্চ ২০২০, ১৭:০২
রান্না করতে তিনি খুব পছন্দ করতেন। আর তাইতো রাধুনি হিসেবে খ্যাতি পান মেরি। তবে কে জানতো? তার হাতে তৈরি মজাদার খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়বে টাইফয়েডের জীবাণু। বিংশ শতাব্দীতে নিউইয়র্কে টাইফয়েড মহামারি আকার ধারণ করেছিল। জানেন কি? এই টাইফয়েড ছড়িয়েছিল মেরি নামক ওই নারী।