তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড

www.ajkerpatrika.com গ্রিনল্যান্ড প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১৯:৫৪

ডেনমার্কের অধীনে থাকা আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে আবারও যুক্তরাষ্ট্রের অংশ করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় আজ বুধবার তিনি গ্রিনল্যান্ডের বাসিন্দাদের আরও ধনী বানিয়ে দেওয়ারও প্রলোভন দেখিয়েছেন। তবে ট্রাম্পের এমন প্রলোভনেও কোনো কাজ হয়নি। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেদে বলেছেন, গ্রিনল্যান্ডবাসীরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করবে এবং তারা আমেরিকান বা ড্যানিশ হতে চায় না।


বুধবার এক বিবৃতিতে এগেদে বলেন, ‘আমরা আমেরিকান নই, ডেনিশও নই। আমরা ক্যালাল্লিট (গ্রিনল্যান্ডবাসী)। আমেরিকা ও তাদের নেতাকে এটা বুঝতে হবে। আমরা বিক্রির জন্য নই এবং আমাদের কেড়ে নেওয়া যাবে না। আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করব।’


এর আগে যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় আজ বুধবার) মার্কিন কংগ্রেসে দেওয়া বার্ষিক ভাষণে ট্রাম্প বলেন, ‘একভাবে বা অন্যভাবে, আমরা গ্রিনল্যান্ডকে চাই।’


দ্বীপটির জনগণকে অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা তোমাদের নিরাপদ রাখব, তোমাদের ধনী করব এবং গ্রিনল্যান্ডকে এমন উচ্চতায় নিয়ে যাব যা তোমরা আগে কখনো ভাবতেও পারোনি। এটি একটি বিশাল ভূখণ্ড, কিন্তু জনসংখ্যা কম। এটি সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও