খনিজ চুক্তি স্বাক্ষরে ফের তোড়জোড় যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১০:৪১

হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ব্যাপক বাগ্‌বিতণ্ডার পর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া খনিজ চুক্তি ভেস্তে গিয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন ও ইউক্রেনের কর্মকর্তারা ফের সেই খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছে। এর আগে, গত শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে চুক্তি স্বাক্ষর না হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই চার সূত্র। এর মধ্যে তিনটি সূত্র জানিয়েছে, ট্রাম্প তাঁর উপদেষ্টাদের বলেছিলেন, তিনি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে দেওয়া ভাষণে চুক্তির ঘোষণা দিতে চান। তবে চুক্তিটি এখনো স্বাক্ষরিত হয়নি এবং পরিস্থিতি পরিবর্তিত হতে পারে বলে সূত্র তিনটি সতর্ক করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও