গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১০:৪২

ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। গতকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে বিকল্প প্রস্তাবটি উত্থাপন করে মিসর; যা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এ কথা জানিয়েছেন।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীদের উৎখাত করে সেখানে ব্যাপকভিত্তিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন। এরপর পছন্দমতো ফিলিস্তিনিদের ঘরে ফেরার অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। এর জন্য মিসরসহ পার্শ্ববর্তী দেশগুলোকে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে আরব বিশ্ব মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেরাই বিকল্প প্রস্তাব হাজির করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও