![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_224249_1.jpg)
করোনাভাইরাস প্রতিরোধী রাসায়নিকের সন্ধান দিল সুপার কম্পিউটার
অপ্রতিরোধ্য গতিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে নভেল করোনাভাইরাস। এ ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা দেশে মানুষের চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। এ পরিস্থিতিতে আশা জাগানিয়া একটি তথ্য দিয়েছে বিশ্বের সর্বাধিক গতির সুপার কম্পিউটার সামিট। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এ সুপার কম্পিউটার মানবদেহের কোষের করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকর রাসায়নিকের ধারণা দিয়েছে।কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ এ সুপার কম্পিউটার করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কার্যকর রাসায়নিক যৌগের সন্ধানে কয়েক হাজার সিম্যুলেশন চালায়। শেষ পর্যন্ত এমন ৭৭টি যৌগ চিহ্নিত করেছে এবং কার্যকারিতার দিকে থেকে যৌগগুলোর একটি ক্রমও তৈরি করেছে। ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকরা তাদের এ পর্যবেক্ষণ বিজ্ঞান সাময়িকী কেমআরএক্সআইভিতে প্রকাশ করেছেন।সামিট সুপার কম্পিউটারটি ২০১৪ সালে মার্কিন জ্বালানি বিভাগের পক্ষ থেকে স্থাপন করা হয়। জটিল বৈশ্বিক সমস্যার সমাধান খুঁজতে এটির সিম্যুলেশন ক্ষমতাকে কাজে লাগানো হয়। এ সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে ২০০ কোয়াড্রিলিয়ন হিসাব করতে পারে।