করোনায় নির্বাচনের বিপজ্জনক পাগলামি
করোনার মধ্যে নির্বাচন করার মরিয়াপনা দেখে সেই পুরোনো বাংলা প্রবাদটির কথাই মনে পড়ল-কারও পৌষ মাস, কারও সর্বনাশ। জনজীবন হয়ে পেড়েছে স্থবির। কোন গণতান্ত্রিক মহার্ঘ পেতে এতগুলি মানুষকে তাঁরা ঝুঁকিতে ফেলবেন? এ অবস্থায় কোনো নির্বাচন হতে পারে না। লিখেছেন সোহরাব হাসান