কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


করোনা শরীরে প্রবেশের পর যেভাবে ধ্বংসযজ্ঞ চালায়

বিশ্বজুড়ে মহামারি রূপ নেয়া করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়াল্ডোমিটারস জানাচ্ছে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৫২টি দেশের ১ লাখ ৫৬ হাজার ৫৯০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৯২৪ জন। ওয়েবসাইটটিতে বলা হয়েছে, বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৬৯ হাজার ১৭৮ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৫ হাজার ৬৫২ জনের অবস্থা সঙ্কটাপন্ন, আর ৬৯ হাজার ১৭৮ জনের অবস্থা স্থিতিশীল। অধিকাংশ মানুষের জন্যই এ রোগটি খুব ভয়াবহ নয়, কিন্তু অনেকেই মারা যাচ্ছেন। প্রকৃতপক্ষে ভাইরাসটি কীভাবে দেহে আক্রমণ করে, কেন করে, কেনই বা কিছু মানুষ এই রোগে মারা যান সে বিষয়ে অনেকেই জানেন না। যদিও এ ভাইরাস রোধে নানা সতর্কতামূলক প্রচার চলছে। তার পরেও এ ভাইরাস সম্পর্কে এবং ভাইরাস থেকে তৈরি হওয়া অসুখ নিয়ে এখনও নানা বিভ্রান্তি রয়েছে। এ ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে কী কী কার্যকলাপ ঘটায়, কোন কোন অংশে থাবা বসায় তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে শরীরের ভিতর এর কারিকুরি কী, তা বোঝার আগে শরীরে এ ভাইরাস কী ভাবে প্রবেশ করে তা জানা দরকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন