করোনা শরীরে প্রবেশের পর যেভাবে ধ্বংসযজ্ঞ চালায়
বিশ্বজুড়ে মহামারি রূপ নেয়া করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়াল্ডোমিটারস জানাচ্ছে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৫২টি দেশের ১ লাখ ৫৬ হাজার ৫৯০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৯২৪ জন। ওয়েবসাইটটিতে বলা হয়েছে, বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৬৯ হাজার ১৭৮ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৫ হাজার ৬৫২ জনের অবস্থা সঙ্কটাপন্ন, আর ৬৯ হাজার ১৭৮ জনের অবস্থা স্থিতিশীল। অধিকাংশ মানুষের জন্যই এ রোগটি খুব ভয়াবহ নয়, কিন্তু অনেকেই মারা যাচ্ছেন। প্রকৃতপক্ষে ভাইরাসটি কীভাবে দেহে আক্রমণ করে, কেন করে, কেনই বা কিছু মানুষ এই রোগে মারা যান সে বিষয়ে অনেকেই জানেন না। যদিও এ ভাইরাস রোধে নানা সতর্কতামূলক প্রচার চলছে। তার পরেও এ ভাইরাস সম্পর্কে এবং ভাইরাস থেকে তৈরি হওয়া অসুখ নিয়ে এখনও নানা বিভ্রান্তি রয়েছে। এ ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে কী কী কার্যকলাপ ঘটায়, কোন কোন অংশে থাবা বসায় তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে শরীরের ভিতর এর কারিকুরি কী, তা বোঝার আগে শরীরে এ ভাইরাস কী ভাবে প্রবেশ করে তা জানা দরকার।