‘নাজিম উদ্দীনের বিরুদ্ধে খুবই কঠিন, বেদনাদায়ক ও অপমানকর ব্যবস্থা’
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৬ মার্চ ২০২০, ২০:১৫
কুড়িগ্রামে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এক সাংবাদিককে নির্যাতন ও কারাদণ্ড প্রদানের অভিযোগে জেলা প্রশাসক সুলতানা পারভীন, সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) নাজিম উদ্দীন এবং আরো দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। কুড়িগ্রামে জেলা প্রশাসক হিসেবে রেজাউল করিম নামে একজন উপসচিবকে দায়িত্বও দেয়া হয়েছে। প্রত্যাহার হওয়া বাকি দুজন হলেন সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলাম। দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, প্রত্যাহার করা এই কর্মকর্তাদের মধ্যে আরডিসি নাজিম উদ্দীনের বিরুদ্ধে আরো ‘কঠিন ব্যবস্থা’ নেয়া হতে যাচ্ছে।