মুজিববর্ষ উপলক্ষে সংসদে বিশেষ অধিবেশন ২২ ও ২৩ মার্চ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৬ মার্চ ২০২০, ১৬:৫৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ( মুজিববর্ষ) উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আগামী ২২ ও ২৩ মার্চ বসবে।  সংবিধানে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ২২ ও ২৩ মার্চ, এই দুদিন চলবে বিশেষ অধিবেশন। এতে বঙ্গবন্ধুর কর্মময় জীবন, দেশের জন্য ত্যাগ, বাঙালি জাতির মুক্তির সংগ্রাম, দেশকে শাসন ও শোষণের হাত থেকে রক্ষা করাসহ বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনা করবেন এমপিরা। তবে এই বিশেষ অধিবেশনে করোনাভাইরাসের কারণে বিদেশি অতিথিরা থাকছেন না।  সংসদের বিশেষ অধিবেশনের শুরুতেই বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়া বঙ্গবন্ধুর ওপর সাধারণ আলোচনায় সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কমিটিতে সিদ্ধান্ত হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশন আগামী ২২ মার্চ রোববার বেলা ১১টায় শুরু হয়ে পরদিন ২৩ মার্চ সোমবার শেষ হবে। ২৩ মার্চ সংসদ অধিবেশন বসবে সকাল ১০টায়। এছাড়া ২২ মার্চ সকাল সাড়ে ৯টায় সংসদ সদস্যরা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও