‘ব্যালট ছিনতাই হলে প্রতি গুলিতে যেন লাশ থাকে’

সমকাল প্রকাশিত: ১২ মার্চ ২০২০, ২২:৩০

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচনের জন্য কোন কিছুই নজরের বাইরে থাকবে না। নির্বাচন কমিশনের কাজে কোথাও শৈথিল্য দেখলে প্রার্থীদের নির্বাচন কমিশন সচিবালয়ে জানানোর আহবান জানান তিনি। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটলে প্রতি গুলিতে একটি করে লাশ ফেলার নির্দেশ দেন তিনি। রফিকুল ইসলাম বলেন, যদি কেউ আমার ব্যালট পেপারে হাত দেয়, রাতের বেলায় ছিনতাই করার জন্য বা কিছু করার জন্য; তাহলে যেন প্রতিটা গুলিতে একটা করে লাশ থাকে। এটা কিন্তু আমার লোকজন করবে। আই বিলিভ দেম। আমি যেখানে গেছি, আমাকে তারা কেউ হতাশ করেননি।বৃহস্পতিবার বিকেলে যশোর সার্কিট হাউজ সভাকক্ষে অনুষ্ঠিত যশোর-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও