‘খালেদা জিয়া কিছু খেলেই বমি করছেন, দাঁড়াতে পারছেন না’
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে সাময়িক মুক্তির আবেদন করেছে তার পরিবার।
স্বাস্থ্যের চরম অবনতি হওয়ায় গত শনিবার (০৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের পক্ষে ভাই শামিম ইস্কান্দার মুক্তির আবেদনটি করে। সরকারের সিদ্ধান্ত জানানোর পরই তার চিকিৎসা দেশে না বিদেশে তা জানানো হবে। এ বিষয়ে খালেদা জিয়ার মেজ বোন বেগম সেলিমা ইসলামের সঙ্গে কথা হয় সময় সংবাদের প্রতিবেদক আহমেদ সালেহীনের। সময় সংবাদ: আপনারা কি গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেগম জিয়ার মুক্তি চেয়ে আবেদন করেছেন? বেগম সেলিমা ইসলাম: হ্যাঁ, বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্যই তার সাময়িক মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে। আমার ছোটভাই শামীম ইস্কান্দার আবেদনটি করেছে গত পরশু, শনিবার। সময় সংবাদ: দল থেকে বলা হচ্ছে এ বিষয়ে তারা অবগত নয়! বেগম সেলিমা ইসলাম: এটা তো দল থেকে আবেদন করা হয়নি, পরিবারিকভাবে করা হয়েছে। সময় সংবাদ: আদালতে বারবার জামিন খারিজ হয়েছে বলেই কি আপনারা পারিবারিকভাবে আবেদন করেছেন? বেগম সেলিমা ইসলাম: হ্যাঁ, আদালতে বারবার ফেইল হচ্ছে।