
আগামী নির্বাচনে আওয়ামী লীগের ‘প্রতীক থাকবে না’: নাহিদ ইসলাম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ১৮:৩৯
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাচ্যুত দলটির প্রতীক থাকুক তা তারা চান না।
দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার দুপুরে ঢাকার জুরাইন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে ‘শহীদদের’ কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন।
এসময় শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এনসিপি আহ্বায়ক বলেন, “আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। ৫ অগাস্ট আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে।
“ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে, সেটা আলোচনার বিষয় হতে পারে।”