বসন্তে উৎসবমুখর চুয়েট
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৯ মার্চ ২০২০, ১৪:১৩
রূপে আর সৌন্দর্যে অনন্যা বাংলার প্রকৃতি। দুইমাস পর পর ঋতু বদল হয়। বাইরে তাকালেই বোঝা যায় প্রকৃতি বদলের পার্থক্য। সবচেয়ে কাছ থেকে চেনা যায় বসন্তকে। কেননা মাঘ মাস শেষ হতেই প্রকৃতিতে ফাগুন হাওয়া বয়। সারি-সারি, ডালে-ডালে পাতা ঝরে যায়। প্রকৃতিও ধরা দেয় নতুন সাজে।