You have reached your daily news limit

Please log in to continue


জেনিভা ক্যাম্প: বুনিয়া সোহেলের পর চুয়া সেলিমও র‌্যাবের জালে

ঢাকার মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্পের ‘শীর্ষ মাদক কারবারি’ ভূঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল ধরা পড়ার দুই মাস বাদে তার প্রতিপক্ষ সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমও গ্রেপ্তার হয়েছেন।

বুধবার গভীররাতে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু।

তিনি বলেন, “চুয়া সেলিম হাসপাতালে ভর্তি ছিলেন, চিকিৎসক ছাড়পত্র দিলে তাকে গ্রেপ্তার করা হয়। চুয়া সেলিম দুটি হত্যা মামলাসহ ৩৫টি মামলার আসামি।”

গত ৪ সেপ্টেম্বর জেনিভা ক্যাম্পে সংঘাতে দুই পক্ষের গোলাগুলির সময় চুয়া সেলিম গুলিতে বিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর চার মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে র‌্যাবের হাতে ধরা পড়লেন তিনি।

জেনিভা ক্যাম্পের কোটি টাকার মাদক কারবারের দখল নিয়ে দ্বন্দ্ব বহুদিনের। তবে দেশের অস্থিরতার সময়- গেল জুলাই থেকে লাগাতার সংঘর্ষে জড়িয়েছে সেখানকার দুটি পক্ষ।

আর সেই সংঘাত প্রাণক্ষয়ী হয়ে উঠেছে লুট হওয়া অস্ত্রে। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেনিভা ক্যাম্বের সংঘাতে ব্যবহৃত হয় থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র। তাতে কয়েক মাসে অন্তত পাঁচজন নিহত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন