বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:৪৮

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা।


আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তারা এই অবরোধ করেন।


ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর অন্তত ৬০০-৭০০ সদস্য শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। এ ছাড়াও, তারা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিচ্ছেন।


এসময় বক্তাদের বলতে শোনা যায় যে, যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ তারা লড়াই চালিয়ে যাবেন। 


অবরোধের কারণে শাহবাগ মোড়ের আশপাশের সড়কগুলোতে দেখা দিয়েছে যানজট। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও