কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মাপাড়ে বরের অপেক্ষা

রাজশাহীর পদ্মায় শুক্রবার সন্ধ্যায় বিয়ে বাড়ির নৌকাডুবির ঘটনায় শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কনেকে ফিরে পাবার আসায় বসেছিলেন বর রুমন আলী (২৪)। শনিবার সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে দুটি পরিবারের ৫ জন সদস্য রয়েছেন। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় পাল্টে গেছে দৃশ্যপট। দিনভর স্বজনরা ঘটনাস্থল রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকায় নিখোঁজদের খোঁজে অপেক্ষা করেছেন। এ সময় স্বজন হারানোর ব্যথায় সবাই হয়ে পড়েন শোকে স্তব্ধ। এ ছাড়া কনের বাড়িতে চলে শোকের মাতম। সন্ধ্যার পরে শোক আর বেদনায় নিহতদের চিরবিদায় জানান। তাদের দাফন সম্পন্ন হয়। নৌকাডুবির পর ভাগ্যক্রমে বর রুমন আলী (২৪) কোনোরকমে প্রাণে বাঁচলেও নববধূ সুইটি খাতুন পূর্ণির (১৬) সন্ধান মেলেনি। সন্ধ্যা ৭টার পরও তাকেসহ নিখোঁজ আরও ৩ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখেন ডুবুরি দলের সদস্যরা। তবে উদ্ধার তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টরা আশাবাদী, তাদের উদ্ধার করা সম্ভব হবে। এ সময়ের ঘটনার বর্ণনা দিয়ে শনিবার বিকালে পদ্মাপাড়ে রুমন বলেন, আমি আর পূর্ণি পাশাপাশি বসেছিলাম। নৌকা ডুবে যাওয়ার পর সবাই বাঁচার চেষ্টা করছিলেন। এ সময় পূর্ণি আমাকে আঁকড়ে ধরে। আমাদের উদ্ধারে একটি বালুবাহী ট্রলার এগিয়ে আসে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন