পদ্মায় নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৬, কনেসহ এখনো নিখোঁজ ৩
ইত্তেফাক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২০, ২০:২১
রাজশাহীর শ্রীরামপুর এলাকার পদ্মায় বর-কনে ও যাত্রীসহ দু’টি নৌকাডুবির ঘটনায় শনিবার নারী ও শিশুসহ আরও পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন, কনের আত্মীয় শামীম (৩৫) ও তার মেয়ে রুশনি (৮), চাচি মনি খাতুন (৪৪), খালাতো ভাই এখলাস (২২) ও দুলাভাই রতন (৩৫)। এনিয়ে শুক্রবার রাতে একজনসহ ৬ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। কনেসহ এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ট্রলারডুবিতে নিখোঁজ
- রাজশাহী