
মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী কারাগারে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১৮:৩৬
রাজধানীর মিরপুর থানার এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে।
শনিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান।
আসামিদের আইনজীবী ওহিদুজ্জামান বিপ্পব বলেন, “গত ৬ মে এ মামলার অভিযোগপত্র আমলে নেওয়া হয়। আগের দিন ৫ মে তার মা মারা যান। এ কারণে মিল্টন সমাদ্দার উপস্থিত হতে পারেনি। আমরা সময় চেয়ে আবেদন করেছিলাম।