
রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন চান ৭ কলেজের শিক্ষার্থীরা, মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১৯:৪৬
ঢাকার সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের দাবি জানিয়েছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।
একইসঙ্গে ১৬ জুনের মধ্যে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তা না হলে শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের মত সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার বিকালে ইডেন মহিলা কলেজের গেইটের সামনে সংবাদ সম্মেলন করে এ দুটি দাবিসহ মোট পাঁচ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।