ডিআইজি মিজানের স্ত্রী ও ভাইকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের (ডিআইজি) মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্মা ও ছোট ভাই মাহবুবুর রহমানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার উল্লেখিত আসামিদের গ্রেফতার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু তাদের গ্রেফতার করা যায়নি মর্মে পুলিশ প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েস আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন। আগামী ২ এপ্রিল মামলার পরবর্তি তারিখ ধার্য করেন আদালত। উল্লেখ্য-গত ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সাথে আদালত ৩ মার্চ গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন। গত ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ এ চার্জশিট দাখিল করেন।