রোগীর অর্ধেক অস্ত্রোপচার করেই চলে গেলেন চিকিৎসক!

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০১

সিলেট: ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটাল। সাইনবোর্ডে চাকচিক্য থাকলেও নেই অনুমোদন। আছে কেবল ট্রেড লাইসেন্স। এমন হাসপাতালে রোগীর চিকিৎসা কেমন হতে পারে? তা সহজেই অনুমেয়। সিলেট সিটি করপোরেশন থেকে নেওয়া ট্রেড লাইসেন্সের জোরে চলা ট্রমা সেন্টার এবার জন্ম দিলো অঘটনের। অপারেশন থিয়েটারে (ওটি) রোগীকে কাটাছেড়া অবস্থায় রেখে চলে গেছেন ‘বিশেষজ্ঞ’ চিকিৎসক। অর্ধেক অস্ত্রোপচার করে বুঝলেন, তার দ্বারা এই চিকিৎসা সম্ভব নয়! এমন ঘটনা ঘটেছে সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকার ‘সিলেট ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালে। নামে বিশেষায়িত হাসপাতাল হলেও প্রতিষ্ঠানটির অনুমোদন নেই। কেবল ট্রেড লাইসেন্স নিয়েই চলছে হাসপাতালের কার্যক্রম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভিকটিম কাতার ফেরত প্রবাসী মনছুফ মিয়ার স্বজনরা এ অভিযোগ করেন। হাসপাতালে গিয়ে দেখা যায়, তিন তলা ভবনের ২০টি ছোট-বড় রুম কেবিনে রূপান্তর করা হয়েছে। প্রায় সব রুমেই অস্ত্রোপচারের রোগী। দিনে অন্তত ৪ থেকে ৫টি অস্ত্রোপচার করেন অর্থপেডিক্স চিকিৎসক সুমন মল্লিক। মনছুফ মিয়ার স্বজনরা জানান, কাতারে থাকাবস্থায় মনছুফ মিয়ার পায়ের গোড়ালি ভাঙে। অস্ত্রোপচারও হয় সেখানে। প্রবাসে থাকতেই প্লেট লাগান পায়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও