সকালের একটি কাজেই ত্বক হবে উজ্জ্বল ও বলিরেখা মুক্ত!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৭

সুন্দর ফর্সা ত্বক সবারই কাম্য। তবে পারিপার্শ্বিক নানান কারণে দিন দিন ত্বকের উজ্জ্বলতা হারাতে থাকে। যারা নিয়মিত কাজের তাগিদে বাইরে বের হয়, তাদের ত্বকের প্রতি হতে হয় সবচেয়ে বেশি সচেতন। কারণ বাইরের ধুলাবালি আর অসচেতন খাদ্যাভ্যাস ত্বকের স্নিগ্ধতা নষ্ট করে দেয়। সঙ্গে ত্বকে বলিরেখাও দেখা দেয়। জানেন কি, এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে সকালের একটি কাজই যথেষ্ট। এই কাজটি করলে চিরকাল ত্বকে ফুটে থাকবে স্নিগ্ধতা। দূর হবে বলিরেখাও। নিশ্চয় জানতে ইচ্ছে করছে কাজটি কি? দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়টি- প্রয়োজনীয় উপাদান সাত চা চামচ চা পাতা, ১২ ফোঁটা লেবুর রস, ১ লিটার পানি। যেভাবে তৈরি করবেন   প্রথমে চুলায় একটি পাত্রে ১ লিটার পানিতে চা পাতা দিয়ে জ্বাল দিন। চায়ের লিকার মাঝারি ধরণের গাঢ় করে নিন। এবার লিকার নামিয়ে ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হয়ে গেলে এতে লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। তারপর বরফের ট্রে তে মিশ্রণটি ঢেলে ফ্রিজে রেখে বরফ জমতে দিন। সম্ভব হলে এই কাজটি রাতেই সেরে ফেলুন। তাতে পুরো রাতে বরফ ভালোভাবে জমে যাবে। ব্যবহার পদ্ধতি সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে নিন। ইচ্ছে হলে প্রাকৃতিক একটি স্ক্রাবার দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে পারেন। তারপর বানিয়ে রাখা বরফের দুটি খণ্ড একটি সুতি পাতলা কাপড়ে পেঁচিয়ে নিন। এবার বরফ না গলা পর্যন্ত এটি পুরো ত্বকে আলতো করে ঘষতে থাকুন। সতর্কতার সঙ্গে চোখের নিচের দিকে ভালো ভাবে ঘষে নিন। এতে চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ অনেকাংশে দূর হয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও