মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক চিকিৎসক জানিয়েছেন, আলুভর্তা হিসেবে ফুলকপি ভর্তা খাওয়াতেন ট্রাম্পকে। মূলত ডোনাল্ড ট্রাম্পের ওজন কমিয়ে নিয়ে আসার জন্যই এ কাজ করা হতো। ডা. রনি জ্যাকসন বর্তমানে রিপাবলিকান সাংসদ। হোয়াইট হাউসের মধ্যে ব্যায়ামের জায়গা ও সরঞ্জামাদি চেয়েছিলেন তিনি। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি আর ২০ বছর আগে থেকে স্বাস্থ্যকর খাবার খেতেন, তাহলে অন্তত ২০০ বছর বাঁচতেন। ট্রাম্প ৭০ বছর বয়সে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। শুরু থেকেই তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছিল। তবে জ্যাকসন বলেন, আমি একেবারে নিশ্চিত ছিলাম যে, কোনো ধরনের শারীরিক অসুস্থতা ছাড়াই মেয়াদ পূর্ণ করতে পারবেন ট্রাম্প। তিনি আরো বলেন, যে ব্যক্তি ডায়েট মেনে খাবার খায় না, তার কিভাবে এতো ফিট শরীর থাকতে পারে, তা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। আসলে, এটা বংশীয় ব্যাপার। কিছু মানুষ অত্যন্ত উন্নতমানের জিন বহন করেন। ট্রাম্প যদি স্বাস্থ্যকর খাবার নিয়ম মেনে আরো ২০ বছর আগে থেকে খেতেন, তাহলে অন্তত ২০০ বছর বাঁচতেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.