![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020February/sm/Leg-Picbg2016113020370420200225194028.jpg)
সড়ক থেকে কাটা পা কুড়িয়ে ময়নাতদন্ত করলো পুলিশ
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪০
রাজশাহী: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার একটি সড়ক থেকে পুলিশের কাটা পা উদ্ধার নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পা-টি কার তা শনাক্ত করা নিয়ে ধন্ধে পড়েছে পুলিশ। শেষমেশ কুড়িয়ে পাওয়া ওই পা ময়নাতদন্ত করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পা বিচ্ছিন্ন
- রাজশাহী