সোনাদিয়ায় পর্যটনকেন্দ্র গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
অপরূপ সৌন্দর্যের আধার কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া। এ উপদ্বীপে প্রধানমন্ত্রী পর্যটনকেন্দ্র গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। সেখানে গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়টি দীর্ঘদিন বিবেচনাধীন। এটি আরো পর্যালোচনা করতে হবে। অন্য কোথায় গভীর সমুদ্রবন্দর করা যায় কিনা সেটাও ভাবা হচ্ছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। পরিকল্পনামন্ত্রী বলেন, অপরূপ সৌন্দর্যের আধার এ দ্বীপ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.