কেন তুমি নতমুখ, শহীদ মিনার?
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত। ঢাকা মেডিকেল কলেজের সামনের কেন্দ্রীয় শহীদ মিনার ভেঙে ফেলার সময় পাকিস্তানি সেনারা দম্ভ করে বলেছে, ‘হার ঘর শহীদ মিনার বানা দেঙ্গে।’ অর্থাৎ, প্রতিটি ঘরকেই শহীদ মিনার বানিয়ে দেব। হ্যাঁ, তারা প্রায় প্রতিটি ঘরেই কাউকে না কাউকে শহীদ করেছিল। ভেঙে ফেলেছিল দেশের সব শহীদ মিনার। স্বাধীন বাংলাদেশ এর জবাব দিয়েছে। প্রায় প্রতিটি নগর প্রাঙ্গণে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ীভাবে এবং একুশে দিবসের আগে আঙিনায়-মাঠে শহীদ মিনার বানিয়ে জবাব দিয়েছে, আমাদের প্রতিটি ঘরেই শহীদ, আমাদের প্রতিটি প্রাঙ্গণেই শহীদ মিনার। ২.ভাষা আন্দোলন কি ওষধি বৃক্ষ যে একবার ফল দিয়েই ফুরিয়ে যাবে? এর বৈশ্বিক ঐতিহাসিক মাত্রাটি এখনো বুঝে উঠেছি বলে মনে হয় না।