পিতা-মাতার যেসব আচরণে সন্তানের আত্মবিশ্বাস নষ্ট হয়

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৯

সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার পেছনে পিতা-মাতার অবদান সব থেকে বেশি। একজন সন্তানের আত্মবিশ্বাস সর্বপ্রথম গড়ে ওঠে পিতা-মাতার কাছ থেকেই। তবে অনেক অভিভাবকই সন্তানের ভালো করতে যেয়ে বিপরীতটা করে বসেন। অধিকাংশ পিতা-মাতাই সন্তান প্রতিপালনের সঠিক পদ্ধতিটি সম্পর্কে অনভিজ্ঞ। যার ফলে এমন কিছু আচরণ তারা সন্তানদের সঙ্গে করেন, যা তাদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। যা অনেক পিতা-মাতাই জানেন না। চলুন তবে জেনে নেয়া যাক পিতা-মাতার কোন আচরণগুলো সন্তানের আত্মবিশ্বাস নষ্ট করে-   > অনেক পিতা-মাতা আছেন যারা সন্তানের প্রতি অতিরিক্ত অভিযোগপ্রবণ হয়। এর ফলে সন্তান হতাশায় ভুগে। যা ধীরে ধীরে তার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। > সন্তানের প্রতিভার জায়গাটিকে গুরুত্ব না দিয়ে তার ওপর জোর খাটান অনেক মা-বাবাই। এতে সন্তানরা ইচ্ছার বিরুদ্ধে সেসব কাজগুলো করেন। এতে তারা নিজে কিছু করার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।     > সন্তানের কোনো কাজে প্রশংসা না করাও এরর একটি কারণ। সন্তানের করা যে কোনো চেষ্টার ফলাফল ভালো কিংবা খারাপ হতে পারে। কিন্তু অনেক পিতা-মাতাই সন্তান সে কাজে সফল না হলে খারাপ মন্তব্য করেন। যা পরবর্তীতে তার নতুন করে কিছু করার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও