নগরীতে মশার উপদ্রব বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
মশার কামড়ে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। নগরীতে মশার অত্যাচারে অস্থির নগরবাসী। দিন নেই, রাত নেই প্রতিমুহূর্তেই চলছে এদের অত্যাচার। বাসাবাড়ি, অফিস, খেলার মাঠসহ সর্বত্রই মশার উপদ্রব। মশার অত্যাচারে বাদ যাচ্ছে না হাসপাতালগুলোও। মশার উৎপাত এত বেশি যে কয়েল, স্প্রে বা মশা মারার ব্যাট কোনো কিছুতেই কাজ হচ্ছে না। মশার কামড়ে যেমন অতিষ্ঠ নগরবাসী, তেমনি বাড়ছে মশাবাহিত রোগের ঝুঁকিও। ফলে বিরাজ করছে জনমনে আতঙ্ক। গত বছর আশঙ্কাজনকভাবে দেখা দিয়েছিল চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব। নগরের অধিকাংশ নালা ও ড্রেনের সংস্কার কাজ না হওয়ায় চলছে নাগরিক ভোগান্তিও। বলা যেতে পারে, সময়মতো রাস্তাঘাট ও খোলা জায়গা থেকে ময়লা তুলে না নেওয়ায় বাড়ছে মশার উৎপাত। বিশেষজ্ঞরা বলেন, নগরীর অধিকাংশ সড়কের পাশের ড্রেন ও নালার ময়লাগুলো তুলে সড়কে রাখায় এবং স্তূপীকৃত ময়লা-আবর্জনা ও যত্রতত্র রাখা ডাস্টবিনের কারণে পুরো নগরীকে উন্মুক্ত ভাগাড়ের নগর মনে হচ্ছে। এমন কঠিন পরিস্থিতিতে চোখে পড়ছে না মশক নিধন অভিযান। যে হারে রোগের প্রকোপ বাড়ছে সেই হারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চোখে না পড়ায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।
- ট্যাগ:
- মতামত
- মশার উপদ্রব
- কার্যকর পদক্ষেপ
- মশা নিধন